ডি ব্রুইনের ফেরার ম্যাচে ম্যান সিটির গোল উৎসব

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে হাডার্সফিল্ড ইউনাইটেডকে হারিয়েছে ৫-০ গোলে। এই ম্যাচে দিয়ে মাঠে ফিরেছেন সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। গত বছরের আগস্টে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি।হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন তিনি। চোট কাটিয়ে অবশেষে ফিরলেন অভিজ্ঞ এই ফুটবলার। ৫৭ মিনিটে বদলি হয়ে মাঠে নামেন ব্রুইন।

Source: BBC Sport – youtube channel

ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যান সিটি।বর্তমান চ্যাম্পিয়নরা প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে জালের দেখা পায় আরো তিনবার। অবশ্য স্বাগতিকদের ৩৩ মিনিট পর্যন্ত আটকে রাখে চ্যাম্পিনশিপ লিগের দলটি। কিন্তু ফিল ফোডেন ডেড লক ভাঙে। চার মিনিট পরেই হুলিয়ান আলভারেসের গোলে ব্যবধান বাড়ায় পেপ গার্দিওলার দল।

দ্বিতীয়ার্ধেও দাপট ছিল ম্যানসিটির। ৫৮ মিনিটে আত্মঘাতী গোলে আরো ব্যবধান বাড়ে সিটির। নিজেদের জালেই বল পাঠান বেন জ্যাকসন। ৬৫ মিনিটে আবারো জাল খুঁজে পান ফিল ফোডেন। আর ৭৪ মিনিটে ব্যবধান ৫-০ করেন জেরেমি ডোকু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *