আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন; দুই ভোটই একই দিনে আয়োজন করবে ইসি। সকালে ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত চলবে ভোট। ২৯ ডিসেম্বর মনোনয়ন জমা শেষ, জানুয়ারিতে বাছাই–আপিল প্রক্রিয়া, ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ, আর ২২ জানুয়ারি থেকে প্রচার শুরু।
এবার মোট ভোটার ১২ কোটির বেশি, প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দেবেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নতুন ইসির অধীনেই প্রথম নির্বাচন হচ্ছে এবং একই দিনে দু’টি ভোট হওয়ায় সময় ও আইনশৃঙ্খলা–দুইটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে; নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনীসহ প্রায় ৯ লাখ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।