যত খুশি আমদানি করা যাবে

রমজানকে সামনে রেখে পণ্য আমদানিতে কোনো শঙ্কা নেই জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশে এখন ডলার সংকট নেই এবং ব্যবসায়ীরা প্রয়োজন অনুযায়ী স্বাভাবিকভাবেই আমদানি করতে পারবেন। রাজধানীতে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি জানান, দেশের এক্সটারনাল সেক্টর স্থিতিশীল, ব্যাংকগুলোর ডলার সরবরাহও যথেষ্ট, ফলে টাকা নিয়ে গেলে সহজেই ডলার পাওয়া সম্ভব। চলতি অর্থবছরে এলসি খোলা উল্লেখযোগ্য হারে বেড়েছে—কোথাও ২০%, কোথাও ৫০% পর্যন্ত। তবে তিনি মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার জন্য নীতিগত ব্যর্থতাকে দায়ী করেন, বিশেষ করে চালের দাম ১৮% বাড়ায় সামগ্রিক মূল্যস্ফীতি ১.৪ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে বলে জানান। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য না রেখে আমদানি বন্ধ রাখা বা অতিরিক্ত আমলাতান্ত্রিক হস্তক্ষেপ বাজারকে অস্থিতিশীল করছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি জানান, ব্যাংক খাতে আমানতের সুদহার ইতোমধ্যে ৬% থেকে ১০%-এ পৌঁছেছে এবং ভবিষ্যতে আরও বাড়তে পারে। তার মতে, বাজার স্বাভাবিক রাখতে ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমদানি প্রবাহ স্বাভাবিক রাখা জরুরি, নইলে বাজারে চাপ সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *