বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন কর্পোরেট দুনিয়ার অভিজ্ঞ ব্যক্তিত্ব রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক বিজ্ঞপ্তিতে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তিনি ব্যবসায়ী ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন।
রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্বে আছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলে নেতৃত্বস্থানীয় পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কর্পোরেট দায়িত্বের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও তার অভিজ্ঞতা উল্লেখযোগ্য।
২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। গ্রামীণফোন জাতীয় ক্রিকেট দলের স্পনসর থাকাকালীন সময়ে (২০০৩–২০১১) তিনি ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।
ধারণা করা হচ্ছে, বিসিবিতে রুবাবা দৌলা মহিলা ক্রিকেট উইংয়ের দায়িত্ব নিতে পারেন।