ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারাল নিউজিল্যান্ড

অকল্যান্ডে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল রোমাঞ্চে ভরা এক ম্যাচ। মোট ৩০ ছক্কা ও ২৪ চারে গড়া এই লড়াইয়ে ৪১১ রান উঠেছে। ২০৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ বল পর্যন্ত লড়েছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু শেষ বলে ছক্কা না মারতে পারায় ৩ রানের নাটকীয় ব্যবধানে হেরে যায় তারা। এতে পাঁচ ম্যাচের সিরিজে ১–১ সমতায় ফিরেছে নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করে ১২ ওভারে ৮১/২ থাকা কিউইরা শেষ ৮ ওভারে ১২৬ রান তোলে, ইনিংস শেষ হয় ২০৭/৫ স্কোরে। মার্ক চ্যাপম্যান ২৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, মারেন ৭ ছক্কা ও ৪ চার। তার ঝড়েই ম্যাচের গতি পাল্টে যায়। টিম রবিনসন ২৫ বলে ৩৯, ড্যারিল মিচেল ১৪ বলে ২৮ এবং মিচেল স্যান্টনার ৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।

রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংসও ছিল একই রকম বিস্ফোরক। ১৪তম ওভারে ৯৪/৬ থেকে রোমারিও শেফার্ড ও রোভম্যান পাওয়েলের জুটিতে ২৪ বলে ৬২ রান ওঠে। পরে ম্যাথু ফোর্ডকে নিয়ে পাওয়েল যোগ করেন আরও ৪৭ রান। শেষ ওভারে ৬ রানের দরকার থাকলেও জেমিসনের স্লোয়ার ডেলিভারিতে টাইমিং ভুলে মাত্র ১ রান আসে শেষ বলে। পাওয়েল ১৬ বলে ৪৫ রান করেন ৬ ছক্কায়, শেফার্ড ১৬ বলে ৩৪।

না জিতলেও ওয়েস্ট ইন্ডিজ শেষ ৫ ওভারে ৮৭ রান তুলে নতুন রেকর্ড গড়েছে; টেস্ট খেলুড়ে দলের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ৫ ওভারে সর্বোচ্চ রান। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে তাদেরই ৮৬ রান। সিরিজের তৃতীয় ম্যাচ রোববার নেলসনে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *