ইউরোপের ফুটবল অঙ্গনে এবার ইংলিশ ক্লাবগুলোর আধিপত্য স্পষ্ট। চ্যাম্পিয়নস লিগের একই রাউন্ডে দ্বিতীয়বারের মতো পাঁচটি প্রিমিয়ার লিগ দল: আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ও টটেনহাম জয় পেয়েছে।
কেবল চেলসি কারাবাগের সঙ্গে ড্র করেছে, তবে তারাও গ্রুপপর্বে ভালো অবস্থানে রয়েছে। বিশ্লেষক গিলেম বালাগের মতে, “আগামী কয়েক বছর হবে ইংল্যান্ডের আধিপত্যের সময়কাল।”
ইংলিশ দলগুলোর এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে তাদের বিশাল আর্থিক সামর্থ্য। প্রিমিয়ার লিগের টিভি সম্প্রচার রাজস্ব ও বিপুল বিনিয়োগ অন্য ইউরোপীয় লিগগুলোর তুলনায় অনেক বেশি। শুধু এই মৌসুমেই প্রিমিয়ার লিগ ক্লাবগুলো ৩ বিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছে; যা জার্মানি, স্পেন, ফ্রান্স ও ইতালির ক্লাবগুলোর মোট ব্যয়ের চেয়েও বেশি। ফলে তারা বড় স্কোয়াড, বিশ্বমানের কোচ ও উন্নত অবকাঠামো গড়ে তুলতে পারছে।
অপটার পরিসংখ্যান বলছে, আর্সেনালের নকআউটে পৌঁছানোর সম্ভাবনা ৯৯.৮%, ম্যানচেস্টার সিটির ৯৭.৪% এবং লিভারপুলের ৯৫.৫%। নিউক্যাসল, চেলসি ও টটেনহামও প্রতিযোগিতায় টিকে আছে, তবে বিশ্লেষকরা মনে করেন; আসল পরীক্ষা হবে নকআউট পর্বে, যেখানে একটিমাত্র ভুলই দলকে ছিটকে দিতে পারে।
এ মুহূর্তে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান নিখুঁত রেকর্ড ধরে রেখেছে। অপটার বিশ্লেষণ অনুযায়ী, চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা আর্সেনালের (২৩.৪%)। এরপর ম্যানসিটি (১২.৫%) ও লিভারপুল (১১.৩%)। ইতিহাসে তিনবার অল-ইংলিশ ফাইনাল দেখা গেছে, আর এই মৌসুমে আবারও তেমন এক ইংলিশ লড়াই দেখার সম্ভাবনা উজ্জ্বল।