ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার ডেভিড বেকহ্যাম ফুটবল ও ব্রিটিশ সমাজে অবদানের স্বীকৃতিস্বরূপ রাজা চার্লসের হাতে আনুষ্ঠানিকভাবে নাইট উপাধি পেয়েছেন। ৫০ বছর বয়সী বেকহ্যামকে এই বছরের রাজা চার্লসের জন্মদিনের সম্মাননা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বার্কশায়ারের উইন্ডসর ক্যাসেলে, যেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ভিক্টোরিয়া ও বাবা-মা। ভিক্টোরিয়া নিজেই বেকহ্যামের জন্য পোশাকটি ডিজাইন ও তৈরি করেন, যা রাজাও প্রশংসা করেন।
বেকহ্যাম ইংল্যান্ডের হয়ে ১১৫ ম্যাচ খেলেছেন এবং ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছয় বছর জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে এসে তিনি ক্লাবটির হয়ে ১১ বছর খেলেন, পরে রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি, এসি মিলান ও প্যারিস সেন্ট জার্মেইনে খেলেছেন। মাঠের বাইরেও তার প্রভাব বিস্তৃত — ২০১২ সালের লন্ডন অলিম্পিক আয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মানবিক কর্মকাণ্ডেও বেকহ্যাম সক্রিয়। ২০০৫ সাল থেকে তিনি ইউনিসেফের সঙ্গে কাজ করছেন এবং তার নামে একটি বিশেষ তহবিল গঠিত হয়েছে। ২০২২ সালে রানি এলিজাবেথের মৃত্যুতে তিনি ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। বর্তমানে তিনি কিংস ফাউন্ডেশনের অ্যাম্বাসাডর হিসেবে যুবসমাজের প্রকৃতি ও শিক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। পাশাপাশি তিনি স্যালফোর্ড সিটি ও এমএলএস ক্লাব ইন্টার মায়ামির সহ-মালিক।