অধিনায়ক হ্যারি ব্রুক একাই লড়েছেন দুর্দান্ত সেঞ্চুরি

ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চার উইকেটে হেরে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। দলের ব্যাটিং ধসে পড়লেও অধিনায়ক হ্যারি ব্রুক একাই লড়েছেন দুর্দান্ত সেঞ্চুরিতে। মাত্র ১০১ বলে ১৩৫ রানের ইনিংস খেললেও ইংল্যান্ড ৩৫.২ ওভারে ২২৩ রানে অলআউট হয়। অন্যদিকে নিউজিল্যান্ডের মিচেল ৭৮* ও ব্রেসওয়েল ৫১ রানে জুটি গড়ে দলকে ১৩.২ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ইংল্যান্ডের টপ অর্ডার ভয়াবহভাবে ব্যর্থ হয়; প্রথম ওভারেই জেমি স্মিথ শূন্য রানে আউট হন, এরপর রুট মাত্র ২ রান করে বোল্ড, ফলে ৯ ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ৩৩-৫। কঠিন সুইং–সিম কন্ডিশনে ব্রুক প্রতিআক্রমণ চালিয়ে যান, একাই দলের মোট রানের ৬০ শতাংশের বেশি করেন এবং শেষ উইকেটে লিউক উডকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন। তবে অন্যান্য ব্যাটারদের ব্যর্থতা দলের জন্য ব্যয়বহুল হয়।

বোলিংয়ে ব্রাইডন কার্স দারুণ স্পেল করে তিন উইকেট তুলে নেন, নিউজিল্যান্ডকে ৬৬-৪ তে বিপদে ফেলেছিলেন। কিন্তু দুটি সহজ ক্যাচ ফেলে দেয় ইংল্যান্ড; রুট ব্রেসওয়েলের ও উড মিচেলের ক্যাচ ফেলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে দুই ব্যাটার ৯২ রানের জুটি গড়ে ম্যাচ ঘুরিয়ে দেন। ফলে ব্রুকের অনবদ্য ইনিংসও হার ঠেকাতে পারেনি, বরং ম্যাচটি মনে থাকবে তার একক মহাকাব্যিক লড়াইয়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *