বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুরে ১৭৯ রানে জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানে জয় ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের জয়, আর দীর্ঘ বিরতির পর এ জয় দলটিকে ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাসের ছোঁয়ায়।
প্রথমে ব্যাট করে দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানের দুর্দান্ত জুটিতে বাংলাদেশ গড়ে বড় সংগ্রহ। ২৫.২ ওভারে ১৭৬ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তারা তোলেন দলের ভিত্তি। সৌম্য করেন ৯১ আর সাইফ ৮০ রান। এরপর শান্ত যোগ করেন ৪৪, হৃদয় ২৮, আর মিরাজ ও সোহানের ছোট ইনিংস মিলিয়ে দল থামে ৮ উইকেটে ২৯৬ রানে। উইন্ডিজ বোলার আকিল হোসেন নেন ৪১ রানে ৪ উইকেট।
জবাবে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ৩০.১ ওভারে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় দলটি। নাসুম আহমেদ মাত্র ১১ রানে নেন ৩ উইকেট, রিশাদ হোসেন ৩টি, আর মিরাজ ও তানভীর ইসলাম নেন ২টি করে। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে আকিল হোসেনের ব্যাট থেকে। এই জয়ে সিরিজের ট্রফি ওঠে বাংলাদেশের হাতে; ম্যাচসেরা হন সৌম্য সরকার, আর সিরিজসেরা রিশাদ হোসেন।