লন্ডনে সংঘবদ্ধ চুরি রোধে স্কটল্যান্ড ইয়ার্ডের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাজার হাজার চুরি হওয়া সামগ্রী উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। দুই দিনের এ অভিযানে ১২০টিরও বেশি দোকানে তল্লাশি চালানো হয়, যেগুলো বড় খুচরা বিক্রেতাদের কাছ থেকে চুরি হওয়া পণ্য কম দামে বিক্রি করত বলে সন্দেহ করা হচ্ছিল। এতে ৩২ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৯টি দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে ছিল নামীদামি খাদ্যসামগ্রী, লেগো সেট, মেকআপ, ইলেকট্রনিক পণ্যসহ আরও অনেক কিছু, যার মূল্য শত শত হাজার পাউন্ড।
অভিযানের নেতৃত্বে থাকা সুপারিনটেনডেন্ট লুক বালডক জানান, তারা চুরি হওয়া বিপুল পণ্য জব্দ করেছেন, গ্রেপ্তার করেছেন একাধিক ব্যক্তি এবং জরুরি ভিত্তিতে দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। এখন আদালতের সহায়তা প্রয়োজন এসব অবৈধ দোকান স্থায়ীভাবে বন্ধ করতে। উদ্ধারকৃত জিনিসের মধ্যে লিডল ব্র্যান্ডের মধু, ময়দা, চাল, লেবুর জেলি, নেসপ্রেসো কফি পড, স্টারবাকসের মগ এবং ওয়াটারস্টোনসের ছাতা ছিল। গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে চুরি, মাদক এবং অভিবাসনসংক্রান্ত বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
ওয়ুলউইচে এক মোবাইল ফোনের দোকানে গোপন কক্ষ থেকে প্রায় দুই হাজার মোবাইল ও গেম কনসোল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ হাজার পাউন্ড। দোকানটির সঙ্গে যুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান বলেন, এই অভিযান স্পষ্ট বার্তা দিয়েছে; চুরি বা চুরি করা পণ্য কেনাবেচার সঙ্গে যুক্ত কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না। তিনি আরও জানান, শহরকে নিরাপদ রাখতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।