জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়

যুক্তরাজ্যে প্রায় তিন হাজার মানুষ জনসন অ্যান্ড জনসনের (J&J) বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ, কোম্পানিটি এমন বেবি পাউডার বিক্রি করেছে যাতে অ্যাসবেস্টস নামের ক্ষতিকর পদার্থ ছিল, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। মামলায় বলা হয়েছে, সংস্থাটি ১৯৬০-এর দশক থেকেই বিষয়টি জানত, তবু পণ্যের বোতলে কোনো সতর্কবার্তা দেয়নি এবং বরং সেটিকে নিরাপদ ও বিশুদ্ধ বলে প্রচার করেছে।

J&J অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের পণ্য সব নিয়ম মেনে তৈরি এবং এতে কোনো অ্যাসবেস্টস নেই। তবে মামলার নথিতে দেখা যায়, কোম্পানির ভেতরের কিছু চিঠিপত্রে অ্যাসবেস্টস থাকার বিষয় উল্লেখ আছে। এমনকি তারা ১৯৭০-এর দশকে এটি গোপন রাখার কথাও আলোচনা করেছিল। মামলায় আরও বলা হয়েছে, কোম্পানিটি মার্কিন কর্তৃপক্ষের ওপর চাপ দিয়েছিল যাতে পরীক্ষার মানদণ্ড শিথিল করা হয়, ফলে অল্প পরিমাণ অ্যাসবেস্টস ধরা না পড়ে।

এই মামলাকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতিপূরণ দাবি হিসেবে দেখা হচ্ছে। অনেক মামলাকারী অ্যাসবেস্টস–সম্পর্কিত ক্যানসারে আক্রান্ত হয়েছেন বা তাদের পরিবারের কেউ মারা গেছেন। তাদের মধ্যে সিওভান রায়ান নামে এক নারী জানান, ছোটবেলা থেকে তিনি ও তাঁর মা এই পাউডার ব্যবহার করতেন, কিন্তু এখন তিনি ওভেরিয়ান ক্যানসারে ভুগছেন এবং বিষয়টি জানার পর ভীষণভাবে হতবাক হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *