চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর সকাল ১০টায়। ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, এই তারিখেই ফলাফল ঘোষণা করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) ফলাফল জানা যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে। অনলাইনে www.educationboardresults.gov.bd সাইটে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।
এই বছর ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নেয় ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষার্থী ছিল ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন।