অর্থবছর ২০২৬-২৭ সালে এই প্রবৃদ্ধি আরও উন্নীত হয়ে ৬.৩ শতাংশে পৌঁছাতে পারে

বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বাড়বে, আগের ৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৪.৮ শতাংশে। আর পরের অর্থবছর ২০২৬-২৭ সালে এই প্রবৃদ্ধি আরও উন্নীত হয়ে ৬.৩ শতাংশে পৌঁছাতে পারে। মঙ্গলবার ঢাকায় প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রপ্তানি, রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি অর্থনীতিতে ইতিবাচক গতি এনেছে। তবুও দারিদ্র্য বেড়েছে, শ্রমশক্তিতে অংশগ্রহণ কমেছে এবং রাজস্ব ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে প্রায় ২৪ লাখ নারী নতুন কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে থেকেও শ্রমবাজারে যুক্ত হতে পারেননি।

বিশ্বব্যাংক বলছে, মধ্যমেয়াদে প্রবৃদ্ধি বাড়লেও দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের জন্য জরুরি সংস্কার দরকার। রাজস্ব আদায় বাড়ানো, জ্বালানি ভর্তুকি কমানো, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং তরুণ ও নারীদের জন্য আরও ভালো কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, এমন পরামর্শ দিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *