ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ড. শহিদুল আলম

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলম। গত ৮ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলার কনশানস জাহাজ থেকে তাকে আটক করে ইসরাইলি দখলদার বাহিনী। পরে তাকে নেয়া হয় নেগেভ মরুভূমির প্রসিদ্ধ কেৎজিয়েত কারাগারে। অবশেষে টার্কিশ এয়ারলাইন্সের TK ৬৯২১ ফ্লাইটে করে শনিবার তিনি তুরস্কে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে, ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান বিমানবন্দরে শহিদুল আলমকে স্বাগত জানান। তাকে মুক্ত করতে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত ৮ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়া সাংবাদিক, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও নাবিকদেরও আটক করেছিল ইসরাইলি বাহিনী। তাদের সবাইকে আশদোদ বন্দরে নিয়ে আইনি প্রক্রিয়া শেষে কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়—যেখানে বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের। মুক্তির পর শিগগিরই দেশে ফেরার আশা করছেন ড. শহিদুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *