চীনের বিওয়াইডি (BYD) সবচেয়ে বড় বাজার এখন যুক্তরাজ্য

চীনের গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি (BYD) জানিয়েছে, চীনের বাইরে তাদের সবচেয়ে বড় বাজার এখন যুক্তরাজ্য। গত সেপ্টেম্বর মাসে এক বছর আগের তুলনায় সেখানে তাদের বিক্রি বেড়েছে ৮৮০%। ওই মাসে তারা ১১ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে, যার বড় অংশ ছিল সিল ইউ (Seal U) নামের হাইব্রিড এসইউভি মডেল।


যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির বিক্রি সম্প্রতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সোসাইটি অব মটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স (SMMT) জানিয়েছে, শুধু সেপ্টেম্বরে প্রায় ৭৩ হাজার ব্যাটারি চালিত গাড়ি বিক্রি হয়েছে। প্লাগ-ইন হাইব্রিডের চাহিদাও আরও দ্রুত বেড়েছে। সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় ছিল কিয়া স্পোর্টেজ, ফোর্ড পুমা, নিসান কাশকাই, আর চীনা মডেলের মধ্যে জায়গা পেয়েছে বিওয়াইডি সিল ইউ।


বিওয়াইডির দাবি, তাদের বাজার শেয়ার এখন যুক্তরাজ্যে ৩.৬%। দেশটিতে এখনও চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক আরোপ করা হয়নি, যা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে আছে। এ কারণে যুক্তরাজ্যকে আকর্ষণীয় বাজার হিসেবে দেখছে কোম্পানিটি। তারা শিগগিরই আরও নতুন হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার পরিকল্পনা করেছে। তবে, সব মিলিয়ে দেশটিতে পেট্রল ও ডিজেল চালিত গাড়িই এখনও বিক্রির অর্ধেকের বেশি দখল করে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *