‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ এ নৌবাহিনী

প্রতিবছরের মতো এ বছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী “মা ইলিশ সংরক্ষণ অভিযান” চলছে। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সমুদ্র ও নদীতে সব ধরনের মাছ ধরাও বন্ধ রাখা হয়েছে।

এই অভিযান বাস্তবায়নে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন আছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর ১৭টি যুদ্ধ জাহাজ ৯টি জেলায় টহল দিচ্ছে। গভীর সমুদ্রে অবৈধ বিদেশি ট্রলার ঠেকাতে যুদ্ধজাহাজ ও আধুনিক নজরদারি বিমানও ব্যবহার করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নৌবাহিনী জানিয়েছে, মা ইলিশ রক্ষা করে অবাধ প্রজননের সুযোগ তৈরি করাই এ অভিযানের লক্ষ্য। এতে জাতীয় মাছ ইলিশের সংখ্যা বাড়বে এবং দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। মা ইলিশ সংরক্ষণে কঠোর নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম একসঙ্গে চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *