প্রতিটি পূজামণ্ডপে সমানভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজামণ্ডপগুলোতে এখন পর্যন্ত ছোট-বড় মিলিয়ে ৪৯টি ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। এসব ঘটনায় দায়ের হওয়া ১৫টি মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, ঝুঁকির মাত্রা যাই হোক, প্রতিটি পূজামণ্ডপে সমানভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে, যাতে সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সংবাদ সম্মেলনে আইজিপি জানান, ৩১ হাজারের বেশি পূজামণ্ডপের মধ্যে শান্তিপূর্ণভাবে উৎসব চলছে, শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পূজামণ্ডপের গেট ছিঁড়ে ফেলা, প্রতিমা ভাঙা, পূজা উদযাপন কমিটির কর্মকর্তাকে মারধর এবং চট্টগ্রাম ও সিলেটের হামলার ঘটনাসহ কয়েকটি ঘটনায় পুলিশ ব্যবস্থা নিয়েছে। অনেক আসামি ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়া সামাজিক মাধ্যমে পুরোনো ভিডিও বা ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর চেষ্টা চলছে বলেও জানান আইজিপি। তিনি বলেন, এসবের বিরুদ্ধে সাইবার ইউনিট কাজ করছে এবং সবাইকে সত্য তথ্য জানিয়ে শান্ত রাখতে চেষ্টা চলছে। অভ্যন্তরীণভাবে পুলিশও সতর্ক আছে, পিআইও টিম মাঠে কাজ করছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কারও রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, কিছু ঘটনা ব্যক্তিগত ক্ষোভ বা মানসিক ভারসাম্যহীনতার কারণে ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *