সরকার আগামী বছরের জন্য নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে। এবার সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ থাকবে। সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার টাকা, আর সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজে খরচ হবে ৬ লাখ ১০ হাজার টাকা। বিমান ভাড়া গতবারের তুলনায় প্রায় ১৩ হাজার টাকা কমেছে, তবে স্বাস্থ্যবিমার টাকা বেড়েছে।
হজযাত্রীদের জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত। নিবন্ধনের জন্য সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ হজে যেতে পারবেন। নতুন সংযোজন হিসেবে সরকারি ব্যবস্থাপনায় হাজিদের আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে, যা আগে কখনো ছিল না।
এ ছাড়া মিনা ও আরাফায় তাঁবু ভাড়া কিছুটা বেড়েছে, আর কোরবানির খরচ হিসেবে ২৩ হাজার ৬৫২ টাকা প্যাকেজের মধ্যেই যুক্ত করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণ অর্থ জমা দিতে হবে। হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে এবং সৌদি সরকারের নির্ধারণ অনুযায়ী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।