বিছানা-বালিশের পোশাক

আমরা যেটাকে চাদর, বালিশের কভার বা কাঁথার কাভার বলি, সেটা আসলে খাট-বালিশের পোশাকই। এই পোশাক যেমন ঘরকে সুরক্ষিত রাখে, তেমনই আনে ভিন্ন রকম সৌন্দর্য। অনেকে শুধু একটি চাদরেই কাজ সারেন, কিন্তু যাঁরা ঘরে আনতে চান লাক্সারি ছোঁয়া, তাঁদের দরকার হয় বাছাই করা ডিজাইন। দেশেই এখন তৈরি হচ্ছে এসব অভিজাত অনুষঙ্গ, ‘পাখি’ নামের একটি লাক্সারি হোম টেক্সটাইল ব্র্যান্ড থেকে। সৈয়দপুর থেকে পরিচালিত এই উদ্যোগ এখন দেশের বাইরে ছড়িয়ে পড়ার পথে।

পাখির জন্ম

উত্তরবঙ্গের মেয়ে রিপ্রিয়া রাজ পোদ্দার পড়াশোনা ও চাকরির কারণে দীর্ঘদিন ছিলেন বিদেশে। স্কটল্যান্ডে মাস্টার্স, আমস্টারডামে ডিজিটাল মার্কেটিংয়ের চাকরি, সব মিলিয়ে বিদেশি অভিজ্ঞতা কাজে লাগালেন দেশে ফেরার পর। করোনাকালে নিজের ঘরের জন্য মানসম্মত চাদর ও কভার না পেয়ে বুঝলেন, টাকাও থাকলেও দেশে অনেকেই পছন্দসই বেডিং পণ্য পান না। সেই অভাব মেটাতেই ২০২১ সালে শুরু করেন ‘পাখি’। শুরুতে চাকরি ও ব্র্যান্ড, দুটোই একসঙ্গে চালালেও এখন পুরোপুরি মনোযোগ দিয়েছেন নিজের উদ্যোগে। তাঁর লক্ষ্য, দেশি ব্র্যান্ডকে গ্লোবাল ব্র্যান্ডে রূপ দেওয়া।

পাখির পথচলা

পাখির পণ্যসামগ্রীর তালিকা বেশ দীর্ঘ, চাদর, বালিশ ও কোলবালিশ কভার, কাঁথা, কমফোর্টার, থ্রোস, কুশন কভার, ফ্লোর ম্যাট, রাগস থেকে শুরু করে ডাইনিং অ্যাকসেসরিজ পর্যন্ত। ওয়েবসাইট থেকেই অর্ডার নিয়ে সৈয়দপুরের ওয়্যারহাউস থেকে সারা দেশে সরবরাহ করা হয়। বাজারে তাদের ৫০০-এর বেশি ডিজাইন আছে, প্রতিটি বাছাই করা। দামও বিভিন্ন, ৩ হাজার টাকার চাদর থেকে শুরু করে লাখ টাকার বেশি দামের রাগস পর্যন্ত। রিপ্রিয়া রাজ পোদ্দার বলছেন, খুব শিগগির অস্ট্রেলিয়ায়ও ‘পাখি’র পণ্য পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *