আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর প্রতীক বরাদ্দ প্রক্রিয়া শুরু করেছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বারবার ‘শাপলা’ প্রতীকের দাবি তুললেও তা কমিশনের অনুমোদিত ১১৫টি প্রতীকের তালিকায় নেই। তাই নিয়ম অনুযায়ী, এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব নিতে হবে।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কমিশনের নির্ধারিত তালিকা থেকে প্রতীক বাছাই করতে হবে। কিন্তু এনসিপি শাপলা প্রতীকের বিষয়ে অনড় অবস্থান নিয়েছে এবং দল নিবন্ধনের সময়ও দুই দফায় শাপলা চেয়ে আবেদন করেছিল। সিইসির সঙ্গে বৈঠকের পরও তারা অন্য প্রতীক নিতে রাজি হয়নি।
কমিশন আগামী ২৮ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধাপে ধাপে সংলাপ শুরু করবে। নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, অনুমোদিত তালিকার বাইরে প্রতীক চাওয়ার কারণে এনসিপি আইনি জটিলতায় পড়তে পারে। পূজা ও ছুটির দিন বিবেচনায় আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে।