মিরপুরের স্পিন সহায়ক উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ২০৭ রানে অলআউট হলেও রিশাদ হোসেনের ঘূর্ণিতে ১৩৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। এতে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের হতাশা কাটিয়ে কিছুটা স্বস্তি পেল টাইগাররা।
বাংলাদেশের জয় গড়ে দিয়েছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। একাই তুলে নেন ৬ উইকেট, যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং। এদিন বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেওয়া প্রথম ডানহাতি স্পিনারও হন তিনি। তাকে সহায়তা করেন মেহেদী হাসান মিরাজ ও তানভির ইসলাম, দুজনেই পান ১টি করে উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ রানে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার ফিরে যান। এরপর শান্ত ও তাওহিদ হৃদয় ইনিংস গুছিয়ে নিলেও রান তোলার গতি ছিল ধীর। শান্ত ৩২ ও হৃদয় ৫১ রান করেন। অঙ্কন ৪৬ রানের ইনিংস খেলেন। শেষ দিকে রিশাদের ঝড়ো ১৩ বলে ২৬ রানে দল পৌঁছে যায় ২০৭ রানে।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন ধসে পড়ে স্পিনারদের ঘূর্ণিতে। ওপেনার ব্রেন্ডন কিং ৪৪ ও শেই হোপ ১৫ রান ছাড়া কেউই টিকতে পারেননি। নির্ভুল বোলিংয়ে ১১ ওভার বাকি থাকতেই অলআউট হয় অতিথিরা। মিরপুরের ধূসর উইকেটে ব্যাটিং কঠিন হয়ে পড়লেও বল হাতে রিশাদের ঝলকে জয় তুলে নেয় বাংলাদেশ।