মেডপ্রোকে ১২২ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট

সরকারি চুক্তি ভঙ্গের দায়ে পিপিই মেডপ্রোকে ১২২ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কোম্পানিটি লর্ডসের সদস্য ব্যারোনেস মিশেল মোন ও তাঁর স্বামী ডগ ব্যারোম্যানের সঙ্গে যুক্ত। রায়ে বলা হয়েছে, এনএইচএসে ব্যবহারের জন্য সরবরাহ করা সার্জিক্যাল গাউনগুলো বৈধভাবে জীবাণুমুক্ত করা হয়েছে—এটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে মেডপ্রো।

মহামারির সময় ভিআইপি লেনের মাধ্যমে সরকারি সুপারিশে দ্রুত চুক্তি পায় মেডপ্রো। চীন থেকে আনা ২ কোটি ৫০ লাখ গাউন সরকারের কাছে সরবরাহ করা হলেও, পরীক্ষায় অধিকাংশ অ-স্টেরাইল প্রমাণিত হয়। এ নিয়ে ২০২২ সালে ডিপার্টমেন্ট অব হেলথ আদালতে মামলা করে। বিচারক মিসেস জাস্টিস ককারিল বলেন, “চুক্তি অনুযায়ী গাউন জীবাণুমুক্ত করার প্রক্রিয়া প্রমাণ করা বাধ্যতামূলক ছিল। মেডপ্রো তা মানেনি।”

রায়ের পর চ্যান্সেলর রেচেল রিভস বলেন, তিনি সবকিছু করবেন যাতে অর্থ উদ্ধার করে স্কুল, হাসপাতাল ও জনগণের কাজে ব্যয় করা যায়। তবে ব্যারোনেস মোনকে হাউস অব লর্ডস থেকে অপসারণ তাঁর এখতিয়ারে নয় বলে জানান তিনি। অন্যদিকে মোন রায়কে “এস্টাব্লিশমেন্টের জয়” বলে আখ্যা দেন এবং তাঁর স্বামী বারোম্যানের পক্ষ থেকে একে “ন্যায়ের পরিহাস” বলা হয়। এ ঘটনায় এনসিএর আলাদা তদন্ত এখনো চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *