ভোরের কুয়াশা ভেদ করে সূর্যোদয়,
ঝপাৎ ঝপাৎ শব্দে মুখরিত সুক নদীর তীর।
লাল আভায় জাগে প্রকৃতি, জাগে মৎস্য শিকারী,
বুড়ির বাঁধে শুরু হয় মাছ ধরা উৎসবের তীব্র।
বাঁধের পানিতে জাল ফেলে নানা বয়সের মানুষ,
মাছ না পেলেও উৎসবে ভরে যায় মন।
শ্রাবণ, চন্দন, সুরঞ্জনের হাসি-কান্নার গল্প,
কচুরিপানার মধ্যেও খুঁজে ফেরে জীবনের স্বপন।
পঞ্চদশ শতকের থেকে চলে আসা এই রীতি,
পোনা ছাড়ে মৎস্য বিভাগ, পানি ছাড়ে কার্তিক মাসে।
খাবারের দোকান, মোটরসাইকেলের গ্যারেজ,
মিলনমেলায় রূপ নেয় এই মাছ ধরা উৎসবে।