বাটা শু বাংলাদেশে প্রথমবারের মতো একজন নারী ব্যবস্থাপনা

বহুজাতিক জুতা কোম্পানি বাটা শু বাংলাদেশে প্রথমবারের মতো একজন নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হতে যাচ্ছেন ফারিয়া ইয়াসমিন। কোম্পানির ৬৩ বছরের ইতিহাসে এটাই প্রথমবার কোনো নারী শীর্ষ পদে দায়িত্ব নিচ্ছেন। একই সঙ্গে, বাংলাদেশের স্বাধীনতার পর তিনিই হচ্ছেন বাটা শুর প্রথম বাংলাদেশি এমডি। আগামী মাসে তিনি বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন। দেবব্রত মুখার্জি আগামী ২০ নভেম্বর দায়িত্ব ছেড়ে ভারতের একটি বহুজাতিক প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন।

ফারিয়া ইয়াসমিনের ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও ব্যবসা পরিচালনায় ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে এসিআই গ্রুপে চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কাজ করেছেন। এছাড়া রেকিট বেনকাইজার, ম্যারিকোনেসলে-এর মতো বহুজাতিক কোম্পানিতেও নেতৃত্ব দিয়েছেন। বাটা শুর একটি সূত্র জানিয়েছে, স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো বাংলাদেশি এ কোম্পানির শীর্ষ পদে বসছেন।

১৯৬২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে বাটা শু, এবং ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে টঙ্গী ও ধামরাইয়ে কোম্পানির দুটি কারখানা রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ১ লাখ ৬০ হাজার জোড়া জুতা উৎপাদিত হয়। বছরে বিক্রি হয় প্রায় তিন কোটি জোড়া। চলতি বছরের প্রথম ছয় মাসে বাটা শু ৫১৭ কোটি টাকার ব্যবসা ও ২৭ কোটির বেশি মুনাফা করেছে। কোম্পানিটির ৭০% মালিকানা বিদেশি উদ্যোক্তাদের হাতে, আর আজকের দিনে শেয়ারের দাম দাঁড়িয়েছে ৮৭৩ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *