অক্টোবরের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২৫ হাজার কোটি টাকার সমান।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, হুন্ডি প্রতিরোধে সরকার ও ব্যাংকগুলোর উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারা বজায় রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের (মূলত কৃষি ব্যাংক) মাধ্যমে ১৯ কোটি ৭০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪৪ কোটি ৬৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৪৯ লাখ ডলার। ২২ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১০ বিলিয়ন ডলার, আর আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী তা ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
গত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৬৮ কোটি ৫০ লাখ ডলার, যা অক্টোবরের তুলনায় বেশি। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট রেমিট্যান্স এসেছে ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। রেমিট্যান্স বৃদ্ধিতে বিদেশে কর্মরত বাংলাদেশিদের স্থিতিশীল পাঠানো প্রবাহ ও সরকারি উদ্যোগ বড় ভূমিকা রাখছে।