প্রবাসীদের আশা: ” অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আসন্ন ইতালি সফরে এই দীর্ঘদিনের অভিবাসন সংকটের সমাধান আসবে।”

ইতালিতে অনিয়মিত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা দ্রুত বাড়ছে। কাজের পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও অদক্ষতা ও বৈধ কাগজপত্রের অভাবে অনেকেই সে সুযোগ কাজে লাগাতে পারছেন না। চলতি বছরে ইতালির সঙ্গে শ্রমবিষয়ক সমঝোতা হলেও তাতে তেমন অগ্রগতি দেখা যায়নি। প্রবাসীদের আশা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আসন্ন ইতালি সফরে এই দীর্ঘদিনের অভিবাসন সংকটের সমাধান আসবে।

বর্তমানে দেশটিতে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় তিন লাখ বাংলাদেশি রয়েছেন। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কেউ আবার প্রয়োজনীয় নথি সম্পন্ন করতে পারেননি। প্রবাসীরা বলছেন, যারা নতুন করে ইতালিতে কাজের জন্য যেতে চান, তাদের ইতালিয়ান ভাষা শেখা ও কারিগরি প্রশিক্ষণ নেওয়া জরুরি। বৈধ প্রক্রিয়ায় গেলে তাদের জন্য সুযোগের দরজা খুলে যাবে এবং ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার পথও সহজ হবে।

প্রবাসীদের অভিযোগ, ইতালি সরকারের কিছু সিদ্ধান্তে ভিসা প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে। তারা চান, প্রধান উপদেষ্টা ইতালির নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে এই সমস্যাগুলো গুরুত্বসহকারে তুলে ধরুন। তাদের বিশ্বাস, এ সফর যদি ফলপ্রসূ হয়, তবে প্রবাসীদের দীর্ঘদিনের অভিবাসন সংকটের অবসান ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *