ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও পেসার নাহিদ রানা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দুই ব্যাটসম্যান; প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, আর দীর্ঘদিন পর আবার ফিরেছেন অভিজ্ঞ সৌম্য সরকার। প্রায় ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৬ ম্যাচ খেলা সৌম্যের জন্য এটি আরেকটি ফেরা। সর্বশেষ তিনি ভারতের বিপক্ষে ফেব্রুয়ারিতে খেলেছিলেন, যেখানে শূন্য রানে আউট হন।
২৬ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান মাহিদুলকে নেওয়া হয়েছে মিডল অর্ডারের দুর্বলতা কাটাতে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার অভিজ্ঞতা সমৃদ্ধ; ৯৬ ম্যাচে চারটি সেঞ্চুরি ও ২৮টি অর্ধশতকে করেছেন প্রায় সাড়ে তিন হাজার রান, গড়ে ৪৪.৫৩। সাম্প্রতিক পারফরম্যান্সও আশাব্যঞ্জক; বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’-র বিপক্ষে দুই ম্যাচে করেছেন ১০৫ ও অপরাজিত ৪২ রান, আর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ৪৩১ রান করেন প্রায় ৪৮ গড়ে।
অন্যদিকে, ভালো ফর্মে থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে ব্যর্থ হয়েছেন নাঈম শেখ। ঢাকা প্রিমিয়ার লিগে উজ্জ্বল পারফরম্যান্সের পর তিনি জাতীয় দলে ফিরেছিলেন, কিন্তু তিনটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডেতে রান পাননি তেমন। পেসার নাহিদ রানা গতিময় বোলিংয়ে নজর কাড়লেও উইকেটশূন্য ছিলেন, তাই তাকেও রাখা হয়নি। নতুন দলে একজন পেসার কমিয়ে ব্যাটসম্যান বাড়ানো হয়েছে। শনিবার থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ।