পাকিস্তান, দ্বিতীয় ইনিংসে চোখে সর্ষে ফুল দেখছে

প্রথম ইনিংসে লিড নিয়েও হারের শঙ্কায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে চোখে সর্ষে ফুল দেখছে তারা। এক ওভারে তিন উইকেট নিয়ে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছেন হ্যাজলউড। অস্ট্রেলিয়ার তৃতীয় দিন শেষ করেছে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে।

সিডনি টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টি ও আলোক সল্পতায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত অজিদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১১৬ রান।

শুক্রবার তৃতীয় দিনের শুরুটাও দারুণ হয় অস্ট্রেলিয়ার। ৭১ রান যোগ করে কোনো বিপদ ছাড়াই। ৭৯ রানের জুটি গড়েন লাবুশানে ও স্মিথ।

তবে দলীয় ১৮৭ রানে পরপর ফেরেন দু’জনে। প্রথমে স্মিথ ফেরেন ৩৮ রানে হামজার শিকার হয়ে। লাবুশানে অবশ্য তুলে নেন ফিফটি। সালমানের শিকার হওয়ার আগে করেন ৬০ রান। ট্রাভিস হেডও ইনিংস বড় করতে পারেননি, ফেরেন ১০ রানে। জামালের তৃতীয় শিকার তিনি।

তবে ষষ্ঠ উইকেটে ৮৪ রানের জুটিতে দলকে পথ দেখান মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি। ৫৪ রান করা মার্শকে জামাল ও পরের ওভারে ক্যারিকেও (৩৮) আউট করেন সাজিদ। ২৯৩ রানে ৭ উইকেট পতনের পর আর মাত্র ৬ রান তুলতেই বাকি উইকেটও হারায় অজিরা। ৬ উইকেট নেন আমির জামাল।

২৯৯ রানে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ায় পাকিস্তান লিড পায় ১৪ রানের। প্রথম ইনিংসে তারা করেছিল ৩১৩ রান। পাকিস্তানের সামনে সুযোগ ছিল লিড বড় করে অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেয়ার। তবে প্রথম ওভারেই পা ফসকায় সফরকারীরা।

প্রথম ওভারে মিচেল স্টার্কের ভেতরে ঢোকানো দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড আবদুল্লাহ শফিক (০)। পরের ওভারে জশ হ্যাজলউডকে উইকেটের পেছনে ক্যাচ দেন অধিনায়ক শান মাসুদ। ১ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল।

তৃতীয় উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন সাইম আইয়ুব ও বাবর আজম। তারা দলের খাতায় যোগ করেন ৫৭ রান। কিন্তু তাদেরকে বেশিদূর এগোতে দেননি অজি স্পিনার নাথান লায়ন। তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন আইয়ুব। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৫৩ বলে ৩৩ রানে থামে তার ইনিংস।

তার বিদায়ের পর ট্রাভিস হেডের শিকার হয়ে সাজঘরে ফেরেন বাবরও। ৫২ বলে ২৩ রান করে কট বিহাউন্ড হন তিনি। তবে পাক শিবিরে বড় ধসটা নামান হ্যাজেলউড। ইনিংসের ২৫তম ওভারে এসে তিনি একে একে সাজঘরে ফেরান তিন জনকে।

সৌদ শাকিল ২ রান করলেও সাজিদ খান ও সালমান আলি আগা ফেরেন ০ রানে। পাকিস্তানের প্রথম ইনিংসে নয়ে নেমে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলা আমির জামালকে নিয়ে তৃতীয় দিনের বাকি সময় পার করেন মোহাম্মদ রিজওয়ান। ৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান, তাদের লিড এখন ৮২ রানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *