পাকিস্তানকে মাত্র ১২৯ রানে থামিয়ে সহজ লক্ষ্য পায় বাংলাদেশ নারী দল। বল হাতে শুরুতে মারুফা আক্তারের জোড়া উইকেট, পরে স্বর্ণা আক্তারের দুর্দান্ত স্পেলে প্রতিপক্ষ দ্রুত চাপে পড়ে। শেষ পর্যন্ত বাংলাদেশের সব বোলারই অন্তত একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট হাতে জ্বলে ওঠেন রুবাইয়া হায়দার ঝিলিক। ২৮ বছর বয়সে ওয়ানডে অভিষেকে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ ৭ উইকেটের জয় তুলে নেয় এবং ১১৩ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে।
২০২২ বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরেও একই প্রতিপক্ষকে হারিয়ে উজ্জ্বল সূচনা করল নিগার সুলতানার দল। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ম্যাচে ফিরে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, সব বিভাগেই ঝলক দেখালেন তারা।