নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন হলো ভারত

নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন হলো ভারত। নবি মুম্বাইয়ের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে হারমানপ্রীত কৌরের দল। দীপ্তি শর্মার অসাধারণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৪৬ রানে। ভারতের পক্ষে শেফালি বর্মা ৮৭ ও দীপ্তি ৫৮ রান করে দলকে শক্ত ভিত গড়ে দেন, আর দীপ্তি বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে একমাত্র উজ্জ্বল ছিলেন অধিনায়ক লরা ভলভার্ট, যিনি ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। তাঁর আউটের পরই ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ভারতের তীক্ষ্ণ ফিল্ডিং ও চাপের বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার পরবর্তী ব্যাটাররা টিকতে পারেননি।

ফাইনালে ভারতের ইনিংস শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার ১০৪ রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত তৈরি করে দেয়। এরপর দীপ্তি ও রিচার ঘোষের কার্যকর ব্যাটিংয়ে ৫০ ওভারে ২৯৮ রানে পৌঁছায় ভারত। শেফালি হন ম্যাচসেরা, আর টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন দীপ্তি শর্মা। প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ জয় উদযাপন করছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *