আমাদের আদা,
সর্ব রোগের দাদা।
গলা ব্যথায় শান্তি আনে,
সর্দি-কাশি দূরে টানে।
হজমের ঝামেলা করে সহজ,
শরীর রাখে গরম, করে শক্ত রোজ।
এন্টি ব্যাকটেরিয়াল শক্তি তার,
রোগজীবাণু পায় না আর।
প্রতিদিন যদি আদা খাও,
গেস্ট্রিকের ওষুধ ভুলে যাও।
ওজন কমায় ধীরে ধীরে,
আদা রাখে শরীর ঘিরে।