অভিবাসীদের সমাজে অবদান রাখার প্রমাণ দেখাতে হবে

যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অধিকার (Indefinite Leave to Remain) পেতে হলে অভিবাসীদের সমাজে অবদান রাখার প্রমাণ দেখাতে হবে—এমন নতুন শর্ত ঘোষণা করতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। লেবার পার্টির কনফারেন্সে তিনি জানাবেন, উচ্চ মানের ইংরেজি দক্ষতা, অপরাধমুক্ত রেকর্ড এবং কমিউনিটিতে স্বেচ্ছাসেবার অভিজ্ঞতা ছাড়া স্থায়ী বসবাসের অনুমতি মিলবে না। বর্তমানে পাঁচ বছর পর এ সুযোগ মিললেও লেবার সরকার সেটি বাড়িয়ে ১০ বছর করতে চাইছে।

এ প্রস্তাবের মধ্য দিয়ে লেবার নিজেদের অবস্থান স্পষ্ট করছে রিফর্ম ইউকের বিপরীতে। রিফর্ম দলটি স্থায়ী বসবাসের নিয়ম পুরোপুরি বাতিল করে এর বদলে প্রতি পাঁচ বছর অন্তর ভিসা নবায়নের পরিকল্পনা দিয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এ নীতিকে “বর্ণবাদী” ও “অনৈতিক” আখ্যা দিয়েছেন। লেবারের যুক্তি, এমন পদক্ষেপ নিলে বহু বছর ধরে যুক্তরাজ্যে বসবাস ও অবদান রাখা অভিবাসীরা পরিবার ও ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে পড়বেন।

মাহমুদ তার ভাষণে সীমান্ত সুরক্ষা ও ন্যায়সঙ্গত অভিবাসনকে একটি “উন্মুক্ত, সহনশীল ও উদার” ব্রিটেনের অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরবেন। তিনি তার বাবা-মায়ের অভিবাসন অভিজ্ঞতার কথা উল্লেখ করবেন এবং বলবেন স্থানীয় কমিউনিটিতে অবদান রাখলেই অভিবাসীরা প্রকৃত গ্রহণযোগ্যতা পান। পাশাপাশি তিনি দোকানদারি চুরি রোধে সারাদেশে “শীতকালীন অভিযান” চালুর ঘোষণা দেবেন, যেখানে পুলিশ ও ব্যবসায়ীরা যৌথভাবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *